ওমরাহ কিভাবে করবেন?| উমরাহ এর নিয়মাবলী? উমরাহ্ বলতে আমরা কি বুঝি
ওমরাহ একটি আধ্যাত্মিক যাত্রা। এটি একটি সুযোগ যা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের একত্রিত করে একটি সুমহান ঐতিহ্য উদযাপনের উপলক্ষ তৈরি করে দেয়। ওমরাহ আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ থেকে মুক্তি লাভের মাধ্যমে আত্নশুদ্ধির সুযোগ তৈরি করে। আমরা এখানে ওমরাহ পালনের নির্দেশিকা বিস্তারিত আলোচনা করব ।

ওমরা পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া:
ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ।
দুইটি কাজ ফরজ
- ইহরাম পরিধান করা।
- পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা।
দুইটি কাজ ওয়াজিব
- সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার সাঈ করা।
- মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।
ওমরাহ পালন করার জন্য ইহরাম অপরিহার্য। ইহরাম অবস্থায় প্রবেশের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- পরিষ্কার-পচ্ছিন্ন হয়ে গোসল বা অজু করে নিন।
- সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন মিকাত অতিক্রমের আগেই।
- ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন।
- ওমরাহর নিয়ত করার পর এক বা তিনবার নিন্মোক্ত তাকবির পড়ে নিন। তালবিয়া হলো-
লাব্বাইকা আলাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা।
অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, তোমার কোন অংশীদার নেই, আমি হাজির, নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং নেয়ামত তোমার এবং একচ্ছত্র আধিপত্য তোমার, তোমার কোন অংশীদার নেই।

দুইটি শর্তপূরণ হওয়া ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না:
তাওয়াফের সময়, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- আল্লাহর জন্য মুখলিস (একনিষ্ঠ) হওয়া। অর্থাৎ সে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালকে উদ্দেশ্য করা; প্রদর্শনেচ্ছা বা প্রচারপ্রিয়তার উদ্দেশ্যেনা করা অথবা অন্য কোন দুনিয়াবী উদ্দেশ্যে না করা।
- কথা ও কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বা আদর্শ জানা ছাড়া তাঁকে অনুসরণ করা সম্ভব নয়। সুতরাং যে ব্যক্তি উমরা, হজ্ব বা অন্যকোন ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তার কর্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ শিখে নেয়া; যাতে তার আমল রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। নিম্নে আমরা সুন্নাহরআলোকেউমরা আদায়ের পদ্ধতি সংক্ষেপে তুলে ধরব।

ওমরাহ পালনে করনীয় ও বর্জনীয়:
কি করা যাবে:
- নিয়ত করা
- ইহরাম বাঁধা
- সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সায়ি করা
- সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সায়ি করা
- হাজরে আসওয়াদে চুমু খাওয়া বা ইশারা করা
- হলক করা
কি করা যাবেনা:
- ইহরাম অবস্থায় যৌন মিলন করা
- শেভ করা
- নখ কাটা
- লোম তোলা
- সুগন্ধি ব্যবহার করা
- শিকার করা
- ঝগড়া করা
- গালাগালি করা
- খারাপ কথা বলা

Service Area of Umrah Sheba
Locate the Umrah Sheba agency in your area that is connected to Umrah Sheba Bangladesh. Find reputable Umrah agents in your region and get in contact with them to arrange your upcoming pilgrimage to Madina and Makkah.
- Dhaka
- Gazipur
- Gopalganj
- Habiganj
- Jamalpur
- Jessore
- Jhalokati
- Jhenaidah
- Joypurhat
- Khagrachari
- Khulna
- Kishoreganj
- Kurigram
- Kushtia
- Lakshmipur
- Lalmonirhat
- Madaripur
- Magura
- Manikganj
- Maulvibazar
- Meherpur
- Munshiganj
- Mymensingh
- Naogaon
- Narail
- Narayanganj
- Narsingdi
- Natore
- Nawabganj
- Netrokona
- Nilphamari
- Noakhali
- Pabna
- Panchagarh
- Patuakhali
- Pirojpur
- Rajbari
- Rajshahi
- Rangamati
- Rangpur
- Satkhira
- Shariatpur
- Sherpur
- Sirajgonj
- Sunamganj
- Sylhet
- Tangail
- Thakurgaon
- Bagerhat
- Bandarban
- Barguna
- Barisal
- Bhola
- Bogra
- Brahmanbaria
- Chandpur
- Chittagong
- Chuadanga
- Comilla
- Cox's Bazar
- Dinajpur
- Faridpur
- Feni
- Gaibandha